কাদের জন্য লেখা লিখি ?

যারা নতুন কিছু শিখার আগ্রহ রাখে তাঁদের জন্য …

ওয়েবসাইটের টপিক গুলো একটু অ্যাডভান্সড ডেভেলপমেন্টের জন্য। Design Pattern , Deployment , DevOpps , Application Architecture নিয়ে ভাল টপিকের অনেক ঘাটতি অনলাইনে । তাছাড়া আমার ৮ বছরের প্রোগ্রামিং ও DevOpps ক্যারিয়ারে অনেক কিছু শিখেছি ও অভিজ্ঞতা হয়েছে , সেসব নিয়ে লিখার চেষ্টা করব ।

এই ব্লগে বেশিভাগ যেসব আর্টিকেল লিখব তাদের বেশিভাগ হবে Intermediate ডেভেলপারদের কে উদ্দেশ করে আর যারা কিছু নতুন শিখতে চায় তাঁদের জন্য,  যাতে তাঁদের গতানুগতিক ডেভেলপমেন্টে কিছুটা নতুনত্ব ও পরিবর্তন আসে । প্রোগ্রামার ও ফ্রিল্যান্সার প্রতিনিয়ত প্রোগ্রামিং ও বিভিন্ন প্রোজেক্ট করেন , কিন্তু কাজগুলো আরও সুন্দরভাবে গুছিয়ে কিভাবে করা যায় সেটার একটু দিক নির্দেশনার দিকে নজর রাখব কিছু লিখার সময় ।

ফাহিম শাহরিয়ার সৌমিক

প্রোগ্রামার, সাইকেলিস্ট , ফটোগ্রাফার ... আর কিছু কিছু টুকি টাকি 🙂

More Posts

Follow Me:
TwitterFacebookLinkedIn